২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ড৷ চলছে শেষ মুহূর্তে যাচাই-বাছাইয়ের কাজ৷ সারা বিশ্ব থেকে প্রায় ৮৯ গান ও ১৪৬টি আবহসংগীতকে তালিকায় রাখা হয়েছে। সেখানেই জায়গা করে নিয়েছে ইমন চক্রবর্তীর গাওয়া একটি গান। সেই সঙ্গে এই প্রথম অস্কারের দৌড়ে শামিল হলেন এক বাঙালি গায়িকা।
ইমনের কণ্ঠের জাদুতে মুগ্ধ আট থেকে আশি৷ ইতোমধ্যে জাতীয় পুরস্কার ঝুলিতে পুরেছেন গায়িকা৷ এবার তার হাত ধরে অস্কারের দৌড়ে শামিল হলো বাংলা গান৷ আপামর বাঙালির মুখ উজ্জ্বল করলেন ইমন৷