প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ । ১:২৪ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৬ 

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ২২/১১/২০২৪ তারিখ গ্রেফতার ০৬ জন।

 

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৬ জন আসামী গ্রেফতার করা হয়।

 

এসআই (নিঃ) জাহিদুল হাসান সংগীয় ফোর্স সহথানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। মোঃ আল আমিন (২৮), পিতা-আবুল কাশেম, মাতা-রেখা বেগম, সাং-র‌্যালির মোড় পাটগুদাম, ২। আল আমীন (২২), পিতা-মনফর আলী মান্নান, মাতা-শিরিনা বেগম, সাং-চরপাড়া কপিক্ষেত, ৩। তানজিম (২০), পিতামৃত-আমিন মিয়া, মাতা-সাজেদা বেগম, সাং-সানকিপাড়া হেলথ অফিসের গলি, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। এদেরকে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।

 

 

এসআই (নিঃ) ওমর ফারুক রাজু সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ মিন্টু (২০), পিতা-মিল্টন, মাতা-মমতাজ বেগম, সাং-পুরোহিত পাড়া, ২।মোঃ নাঈম (১৮), পিতা-পারভেজ মিয়া, মাতা-শাহানা আক্তার, সাং-সেহড়া চামড়া গুদাম, ৩। নাহিদ (২১), পিতামৃত-আসলাম, মাতা-হাসি বেগম, সাং-সানকিপাড়া মাদ্রাসা কোয়ার্টার, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকেকে অত্র থানাধীন পাটগুদাম এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।

 

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন