ময়মনসিংহের সদর উপজেলা চুরখাই কোনাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধকোটি টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে মোঃ কামাল উদ্দিনের বিরুদ্ধে।
মাছ ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান কামাল উদ্দিনের কাছে ২০লক্ষ টাকা পাওনা ছিল। এই পাওনা টাকা ফেরত চাইতে গেলে, দু’জনের মাঝে শুরু হয় মনোমালিন্য। টাকা ফেরত না দিয়ে উল্টো হাবিবুর রহমানকে নানা ভাবে হুমকি দেয়া হয়। এবং এর আগেও থানায় একটি অভিযোগ দেয়া হয়।
তারই জেরে শনিবার ভোরে অভিযুক্ত কামাল উদ্দিন ৪জন সঙ্গী নিয়ে মাছের পুকুরে বিষ প্রয়োগ করে চলে যায়।
স্থানীয় গ্রামবাসী জানায়, এটি অভিযুক্ত কামাল উদ্দিনই বিষ প্রয়োগ করে অর্ধ কোটি টাকার মাছ মেরে ফেলেছে। মাছের খামারে সকল পুজি বিনিয়োগ করে এখন দিশেহারা অবস্থায় মাছ ব্যবসায়ী হাবিবুর রহমান।
শনিবার সন্ধ্যায় হাবিবুর রহমান বাদি হয়ে, কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই রকম নেক্কার জনক অপরাধের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এত এত অভিযোগ এটা আমার মনে পড়ছে না, তবে অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।