প্রকাশের সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ । ১২:১৯ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

ফুলবাড়িয়া থানা পুলিশের অভিযানে হত্যা ও যাবজ্জীবনসাজাপ্রাপ্ত মামলার দুই আসামি গ্রেপ্তার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

পুলিশ জানায়, বুধবার রাতে এস আই লিটন সঙ্গীয় অফিসার অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সুরুজ মিয়া (৩৫)কে আটক করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে উপজেলার আছিম ইউনিয়নের টানপাড়া এলাকার সুরুজ হত্যার অন্যতম আসামী।

 

অপরদিকে এ এস আই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় অফিসার গোপন সংবাদের ভিত্তিতে দেওখোলা বাজার থেকে ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার আসামি আব্দুস সাত্তার (৫০) কে আটক করেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন আইনের মামলায় যাবজ্জীবন সাজা ও ওয়ারেন্ট হয়।

 

এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুকনুজ্জামান বলেন,হত্যা মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন