সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের নানা অপকর্ম, গুম, খুন এবং নির্মম নির্যাতনের আলোকচিত্র নিয়ে ময়মনসিংহে ‘ফ্যাসিস্ট প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে নগরীর নতুন বাজার মোড় থেকে গাঙ্গিনারপাড় মোড় পর্যন্ত সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান, মাহবুবুল আলম, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহীদুল আলম খসরু, বিএনপি নেতা শামীম আজাদ, শরাফউদ্দিন কোহিনুরসহ জেলা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের অপকর্ম, গুম, খুন এবং জুলাই অভ্যুত্থানে মানুষ হত্যাসহ পৈশাচিক চিত্রের ফ্যাসিস্ট প্রদর্শনীর মাধ্যমে জনমনে বিগত সরকারের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এ সময় এর সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় এনে শাস্তি দাবি করেন বক্তারা।