প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪ । ৪:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার

ইউটিভি ডেস্ক রিপোর্ট।।

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী গোলাম মোস্তফা বলেন, এস এস এগ্রো কমপ্লেক্স এর মালিক ও সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের ফলে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যান। এরপর অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের মতো কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

চেয়ারম্যান: তানভীর হাসান তপু ভারপ্রাপ্ত সম্পাদক: মো: আতিকুল ইসলাম। বার্তাকক্ষ: newsutvbd@gmail.com. কপিরাইট © ইউটিভি বাংলাদেশ সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন